মোঃ শহিদুজ্জামান রনি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -২ (হোমনা-মেঘনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, মেঘনার রুপকার জননেতা জনাব শফিকুল আলম ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা থেকে হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গনসংযোগ ও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা আওয়ামীলীগের সভাপতি, মেঘনার রুপকার জননেতা মোঃ শফিকুল আলম। বক্তব্য রাখেন, কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, সাবেক বিপি যুবলীগ নেতা জসিম উদ্দিন লিটন, মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিদারুলসহ প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারন সম্পাদক ও হোমনা মেঘনার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও নেতৃবৃন্দ প্রমুখ