কোভিড- ১৯ করোনা ভাইরাসের প্রভাবের কারনে লকডাউনে থাকায় আজ বৃহস্পতিবান কুমিল্লার হোমনার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার ব্যক্তিগত উদ্যোগে অসহায় খেটে খাওয়া হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি শতাধিক হতদরিদ্র পরিবারের হাতে তুলে দেন।
ইউএনও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশাজীবির মানুষ। তাপ্তি চাকমার বিভিন্ন মানবিক কর্মকাণ্ড ইতিমধ্যে হোমনা উপজেলার মানুষের কাছে ব্যাপক প্রশংসনীয় হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, অসহায় মানুষের জন্য ঈদ উপহার হিসেবে শতাধিক শাড়ি-লুঙ্গি বিতরণ করা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে কিছু টাকা দিয়েছি আমার কর্মকর্তারাও টাকা দিয়েছেন পাশাপাশি উপজেলা পরিষদ থেকে কিছু টাকা নিয়ে এই সকল উপহার সামগ্রী কেনা হয়েছে।