নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ
হাবিবুর রহমান সুলতান সংগ্রহশালা, হাটবাড়িয়া পার্ক ও চিত্রাপাড়ের
বাঁধাঘাট পরিদর্শন করেছেন।শুক্রবার বিকেলে তিনি জেলার দর্শনীয় ও
ইতিহাস সম্বলিত স্থানগুলো পরিদর্শন করেন।এ সময় অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মো: ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) মো: ফখরুল হাসান, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি)
মো: জাহিদ হাসান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.
এম. আব্দুলাহ বিন শফিকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, প্রাচীন ইতিহাসের
স্বাক্ষ্য বহন করে চলেছে তৎকালীন জমিদারদের নির্মিত চিত্রাপাড়ের
বাঁধাঘাট,হাটবাড়িয়া জমিদার বাড়ি।সরকারি অর্থায়নে
হাটবাড়িয়া জমিদার বাড়িতে পার্ক নির্মাণ করা হচ্ছে।পার্কে
বেড়াতে আসা দর্শনার্থীরা নির্মল আনন্দ ভোগ করতে পারবেন।প্রখ্যাত
চিত্রশিল্পী এসএম সুলতানের বাসভবনে তৈরি সুলতান সংগ্রহশালা নতুন
প্রজন্মের চিত্রশিল্পীদের অনুপ্রানিত করবে।এক কথায় বলা যায়, নড়াইল
প্রাচীন ইতিহাসের স্বাক্ষ্যবহন করে চলেছে।দর্শনীয় স্থানগুলো সংরক্ষণে
সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।