গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা একে হাজার ছাড়ালো। গত ২৪ ঘন্টায় নতুন ১৫ জনসহ জেলায়
মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের
মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) গোপালগঞ্জ সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ৯ জন,
কোটালীপাড়া ৩ জন ও মুুকসুদপুর উপজেলায় ৩ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার
পাশাপাশি হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ্আক্রান্তদের বাড়িসহ
আশেপাশের কয়েকটি বাড়ী লকডাউন করা হয়েছে। সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত ১ হাজার
১জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮ জন, কোটালীপাড়া ১৫১ জন, কাশিয়ানি
১৮৩ জন ও মুকসুদপুর উপজেলায় ২০০ জন রয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৬১২ জন ও অন্য ৩৭৩
জন জেলার বিভিন্œ হাসপাতাল, আইসোলেশন, ওয়ার্ড ও বাড়িতে চিকিৎসাধীন আছেন।