প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০১৯, ৮:৩৬ পি.এম
হযরত শাহজালালের (রহ.) ৭০০তম ওরস শুরু
হযরত শাহজালালের (রহ.) ৭০০তম ওরস শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে গিলাপ চড়ানোর মাধ্যমে ওরস কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন শাহজালাল (রহ.) দরগাহ কর্তৃপক্ষ।
রাত ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
বুধবার (২৪ জুলাই) সকাল বেলা শিরনি বিতরণ করা হবে। এরপর বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ এবং রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে এ বারের ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে।
দুই দিনব্যাপী ওরসকে ঘিরে হজরত শাহজালালের (রহ.) দরগাহ এলাকায় নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা এবং মাজারের প্রত্যেকটি প্রবেশ দ্বারে বাড়ানো হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা।
প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হজরত শাহজালালের (রহ.) ওরস অনুষ্ঠিত হয়ে থাকে।
dainikajkermeghna.com