Site icon দৈনিক আজকের মেঘনা

মেঘনায় জমি সংক্রান্ত ঘটনায় স্কুল শিক্ষকের উপর হামলা

কুমিল্লার মেঘনায় জমি সংক্রান্ত বিবাদে গত ২১ মে রবিবার সকাল ৯:৩০ ঘটিকায় প্রাক্তন স্কুল শিক্ষক নবী উল্লাহ মাস্টারের উপর হামলা করে একদল দুষ্কৃতিকারী লোক। নবী উল্লাহ মাস্টারের বাড়ী গোবিন্দপুর ইউনিয়নের রামনগর ছয়ানী গ্রামে। তিনি বলেন সকালে ঝগড়ার পর আমি আমার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একদল দুষ্কৃতিকারী লোক টেনে হিজড়ে আমাকে মাটিতে ফেলে দেয় এবং দেশীয় অস্ত্রের মাধ্যমে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত: হায়দার আলী ভুঁইয়ার ছেলে মোঃ মাইন উদ্দিন মনা(৫০),জামাল হোসেন (৪৫) সরজমিনে গিয়ে দেখা যায় নবী উল্লাহ মাস্টারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাইন উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন জগরাটা তিন দফা হয়েছে আমার মেয়েকে মেরেছে পরে আমি তাকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আঘাত করি । নবী উল্লাহ মাষ্টারকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মেঘনা থানায় একটি অভিযোগ হয়েছে।

FacebookTwitterEmailShare
Exit mobile version