Site icon দৈনিক আজকের মেঘনা

করোনা আক্রান্ত সেই সাংবাদিক বাসায় ফিরলেন

যমুনা টেলিভিশনের সেই সাংবাদকর্মী করোনায় আক্রান্ত হওয়ার ৯ দিন পর দ্বিতীয় নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। তবে তার শ্বশুরের পজেটিভ এসেছে। তারা দুজনেই সুস্থ আছেন এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন বলে শুক্রবার (১৭ এপ্রিল) ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ৯ দিন পর দ্বিতীয় নমুনায় আমার নেগেটিভ রিপোর্ট এসেছে। তবে আমার শশুর আব্বার আবারও পজেটিভ রিপোর্ট এসেছে। তিনি বেশ ভালো আছেন এখন। হাসপাতালে আরও ৭ দিন থাকার কথা থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারনে সন্ধ্যায় বাসায় ফিরেছি আমরা দু’জন। বাসাতেই কিছুদিন কোয়ারেন্টাইনে থাকবো। তৃতীয়বার নমুনা পরীক্ষাতে পুরোপুরি মুক্তি মিলবে বলেই বিশ্বাস করি, সেজন্য আল্লাহ’র কাছে দয়া প্রার্থণা করছি। পরিবার পরিজন,বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী সবাই দোয়া করেছেন,পাশে ছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি,দোয়া রইলো সবার জন্য।’

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) যুমনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল এক সংবাদকর্মীর করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় টেলিভিশনটির আরও ৩৪ জন সংবাদকমীকে সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ এপ্রিল ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সংবাদকর্মীর করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য জানানো হয়েছিল।

FacebookTwitterEmailShare
Exit mobile version