স্বাস্থ্যবিধি না মানায় বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাড়ে ৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মোরারবাজার ও মাদরাসাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মসূচির আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মণ্ডল। স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি আদেশ অমান্য করার অপরাধে অভিযানকালে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে পৃথক ৮টি মামলা দায়ের করা হয়। এসময় ৬হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।