শাহীন সুলতানাঃ
৪৮ বছর আগে এই দিনে উঠেছিলো স্বাধীনতার রক্তিম সূর্যটা
সোঁদা মাটির গন্ধে দেশ মাতাল ছিলো পুরাটা
আষাঢ় কি শ্রাবণ ধারায় রক্তের বন্যা বয়েছিলো
কিছু নাম গোপনে প্রকাশ্যে মুছতে তারা চেয়েছিলো।
নির্যাতিতারা বিশ্রী অট্টহাসিতে ফেটে ছিলো লুকানো ব্যাথায়,
কষ্টবিদ্ধ শরীর মন দেখাবে কিভাবে, রমণী ভাবছিলো সেথায়।
নিয়তির নির্মমতা কেমন ছিলো ও বেলায়
ক্ষতগুলি রয়ে গেছে তরতাজা স্মৃতির পাতায়।
আজ থেকে অনেকটা বছর আগে
স্বাধীন বাংলার স্বপ্নের মরুতে লু-হাওয়া জাগে
চাওয়া-পাওয়ার ব্যবধানে যন্ত্রণা ছিলো সীমাহীন।
২৫ মার্চের কালরাত্রির জন্ম দেয় বিবেকহীন।
সূর্যের মতো কথা বলছে আজকের জননী
বিদ্যুতের মত বলতে চায়, না পাওয়া কাহিনী
হাজার চাওয়া কেঁদে মরে সাক্ষী নিরব রজনী
অভিধানে থাকবে না কখনও আঁধার-যামিনী।
করুণ বিউগলে উঠেছিলো স্বাধীন বাংলার পতাকা।
সুরের মূর্ছনায় আজও মনে করি ইতিহাস রক্তে আঁকা
আজ সেই ১৬ ডিসেম্বর ফুলেরা খেলছে নতুন নামে
লক্ষ শহীদের স্বরণে নিত্য যেন মাথা নামে।।
(অব্যক্ত কথা)