গোপালগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, দু’দেশের সম্পর্কের মধ্যে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে। এশিয়ান নেতাদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। বঙ্গবন্ধু যে ভিশন নিয়ে পথ চলা শুরু করেছিলেন, তাঁর সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার বাংলা গড়ার পথে ভারত আগেও বাংলাদশের পাশে ছিল, আগামীতে পাশে থাকবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন রীভা। সোমবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনারসহ ৫ সদস্যের প্রতিনিধি দল।
এসময় তারা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনার বঙ্গবন্ধুর সমাধি সৌধ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি পরিদর্শন করেন তিনি।