সোনারগাঁয়ে ২ কোটি টাকার মূল্যের মসজিদের জমি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির দখল করার অভিযোগ
সোনারগাঁয়ে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর পশ্চিম পাড়া জামে মসজিদ নামে ৩০ শতক জমি আশ্রম কমিটির কর্তৃপক্ষ জোর করে দখল করার অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে মসজিদ কমিটির লোকজন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ বিভিন্ন দফতরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় পুরো এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে যে কোন মূহুতে রক্তক্ষয়ী সংঘষের আশংকা করা যাচ্ছে।
জানাগেছে, উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর পশ্চিম পাড়া জামে মসজিদ নামে এস.এ ৩,আরএস, ৪ দাগে মৌজা আলগীরচর মোট ৩০ শতক জমি বর্তমান বাজার মূল্যে দুই কোটি টাকা। জমিটি সাবরেজিষ্টি করে ওয়াকফ মুলে দান করেছেন একই এলাকার মৃত মো: হাজী ডেঙ্গরী মিয়া। কিন্তু জমিটি মসজিদ নিমার্ণ না করায় মসজিদ কর্তৃপক্ষ জমিটি প্রায় ষাট বছর যাবৎ কৃষি আবাদ বা উসুলি বাবদ আয় করিয়া মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করে আসছিল। কিন্তু বর্তমানে বারদী আশ্রম কর্তৃপক্ষ সীমানা প্রাচীর ও দেওয়াল নির্মাণ করে জমিটি দখল করে নিয়ে যায়। লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটি, সোনারগাঁ জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও বারদী ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান জহিরুল হকের ছোট ভাই তাজুল ইসলাম ও তার বাহিনী জোরপূর্বক দখল করে বাউন্ডারী দেওয়াল নিমার্ণ করে জোরপূর্বক বালু ভরাট করে দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বারদীর লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রভাবশালী ও কমিটির লোকজন জোর করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে জমিটি দখলে নিয়ে যায়। সোনারগাঁ বারদীতে আলগীরচর পশ্চিম পাড়া জামে মসজিদের ওয়াকফ করা জমিটি হিন্দুদের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের জন্য জবর দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করছে।
এ ব্যাপারে বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হকের ছোট ভাই তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আনোয়ার হোসেন ওরফে আনু হাজী বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কর্তৃপক্ষ ৪০ শতাংশ জমি দেড় কোটি টাকা মূল্য দিয়ে কিনেছেন, সেই জমি আমি বালু ভরাট করছি। কোন মসজিদের জমিতে বালু ভরাট করছি না।
এ ব্যাপার বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম আহ্বায়ক কমিটির সদস্য শংকর কুমার দে এর মোবাইল ফোনে একাধীকবার কল দিলে ০১৭১১৫৪০৫৪৯ তিনি কলটি রিসিভ করেননি।
এ ব্যাপারে মসজিদ কমিটির সদস্য বারদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম,কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারন সম্পাদক কামাল হোসেন,মানিক প্রধান ,আঃ মতিন, মুসলেহউদ্দিন সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসির) কাছে গত ১৫ই এপ্রিল একটি লিখিত অভিযোগ এবং উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ অফিসার ইনচার্জ (ওসির)কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ওই অভিযোগের দায়ীত্ব পান। পরে তিনি সরেজমিনে গিয়ে আলীরচর পশ্চিম পাড়া জামে মসজিদের ওয়াকফ করা জমিটি হিন্দুদের লোকনাথ আশ্রমের জন্য দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে নিচ্ছে বলে তিনি জানান।
বারদী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা আরও জানান আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনুসন্ধানে জানাগেছে, জমিটি আলগীরচর পশ্চিম পাড়া জামে মসজিদের ওয়াকফ করা জমিটি এবং বাংলাদেশ সরকার ১৯৭২ সালে আর এস জরিপ এ রেকর্ড করেন মসজিদের নামে। মসজিদের জমি কোন ব্যাক্তি দান করলে বা ওয়াকফ করা হলে বিক্রি করার নিয়ম নাই অথচ সেই জমি আবার লোকনাথের আশ্রমের নামে দেওয়ার বিধান নেয়। যদি কেউ মসজিদের জমি জোরকরে নিয়ে যায় তা হল অন্যায় অপরাধ এবং বেআইনি বলে অনেকে মন্তব করেন অনেকে। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান বলেন মসজিদের জমি কোন ব্যাক্তি দান করলে বা ওয়াকফ করা হলে সে জমি বিক্রি করার বিধান নেই। কিন্তু সেই জমি আবার লোকনাথ আশ্রমকে দেয়া প্রশ্নই আসে না ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। মসজিদের জমি আশ্রম কর্তৃপক্ষ দখল করে নেওয়ার বিষয়টি আমরা দুই পক্ষের লোকজকে ডেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারের সাথে আলাপ করে মিমাংসা করার ব্যবস্থা নেয়া হবে।
এই নিউজটি শেয়ার করুন...