নারায়ণগঞ্জ সোনারগাঁ পূর্ব শত্রুতার জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকের বাড়িতে হামলা হয়েছে।
লক ডাউনের সময় বাইরে অবস্থান ও অযথা অাড্ডা দিতে নিষেধ করায় স্থানীয় সন্ত্রাসী ও উপজেলা যুবলীগ নেতা মাসুম বিল্লাহর নেতৃত্বে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল রাসেলের বাড়িতে এ হামলা হয়েছে।
জানা যায়,গত কয়েক মাস আগে ডিশ ব্যবসায়ী মাসুদকে অপহরণ করে তার ব্যক্তিগত গাড়ি ও নগদ বিশ লক্ষ টাকা দাবি করে মাসুম বিল্লাহ ও তার সহযোগিরা। তখন আমাদের অর্থনীতি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক মাজহারুল রাসেলসহ দুই সাংবাদিক মিলে ও অপহৃত ঐ ডিশ ব্যবসায়ীকে পুলিশের মাধ্যমে উদ্ধার করেন। এর পর থেকেই সন্ত্রাসীরা বিভিন্ন সময় রাসেলকে রাস্তা ঘাটে নানা ভাবে হুমকী দিত ও গালাগালি করতো।
ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে মাসুমের দলের একজন সাংবাদিক মাজহারুল রাসেলের বাড়ির গেইটের সামনে অাড্ডা দিচ্ছিলেন। লকডাউন অমান্য করে অারেকজনের বাসার সামেন অাড্ডা দেয়া ও সিগারেট খেতে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়। ঘটনার কিছুক্ষন পরে মাসুম বিল্লাহর নেতৃত্বে সাংবাদিক রাসেলের বাড়ি ঘরে হামলা ভাঙচুর চালায়।