নিজস্ব প্রতিনিধি সেনবাগ থানা নোয়াখালীঃ
বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ থানার ওসি মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শুক্রবার রাতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান "সেনবাগ থানার ওসি মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে"।
এর আগে সেনবাগ থানার ওসির বিরুদ্ধে উপজেলা যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন রাসেলকে থানায় ডেকে নিয়ে মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র আবু জাফর টিপু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির,সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুজ্জামান চৌধুরী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অপর দিকে একই অভিযোগ এনে, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন,উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর।এ সময় উপস্থিত ছিলেন,সেনবাগ পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন,সম্পাদক ফখর উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।