ঝালকাঠিতে সেচ্ছাসেবী সংগঠন রক্ত কণিকা ফাউন্ডেশন এর উদ্যগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। সচেতনতার হাত বাড়িয়ে, ঘুমন্ত চোক্ষুকে জাগিয়ে করি নবপ্রজন্মের জন্য এক সবুজায়নের আহবান" এই প্রতিপাদ্য নিয়ে আজ (বুধবার ০২) সেপ্টেম্বর থেকে শুরু করা হয় রক্ত কণিকা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচী। ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করেন রক্ত কণিকা ফাউন্ডেশন আর কে এফ এর সদস্যরা। উক্ত প্রগ্রামে উপস্থিত ছিলেন রক্ত কণিকা ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা আশিক লিটন, উপদেষ্টা লিটন তালুকদার, টিটু তালুকদার, সিনিয়র সদস্যঃ আতিকুর রহমান, রহানুল হক সহ রক্ত কণিকা ফাউন্ডেশনের একটিভ ভলেন্টিয়ার সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচি পালন করেন। সংগঠনের সিনিয়র সদস্যরা বলেন প্রকৃতির ভারসাম্য, সামাজিক বনায়নে জন্য আমরা এই উদ্যগ নিয়েছি। সংগঠনের উপদেষ্টাগন বলেন আজকে একটি বৃক্ষ রোপন আগামীতে দেশকে সমৃদ্ধশালী ও আলোকিত পথে নিয়ে যাবে। এই আশাতেই পর্যায়ক্রমে রক্ত কণিকা ফাউন্ডেশনের এই বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে সংগঠনের প্রতিষ্টাতা আশিক লিটন বলেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সবুজে সবুজে ভরিয়ে দিতে আপনারা রক্ত কণিকা ফাউন্ডেশনের পাশে থাকুন।