সাউথ খুরমা প্রতিনিধি: ০৫-০২-২০২০
মঙ্গলবার বেলা ৩ঃ১৫ মিনিটের সময় উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপারা গ্রামের মাস্টার তাহির আলি সাহেবের জানাজার নামাজ বুধবার ১১ ঘটিকায় উনার নিজ বাড়িতে সমপন্ন হয়। মরহুম তাহির আলি সাহেব জানাজার নামাজে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার বিএনপির আহবায়ক জনাব নিজাম উদ্দীন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাহির আলি সাহেবের জানাজার নামাজের ইমামতি করেন উনার ছোট ছেলে রুহুল আমিন মানিক মিয়া। নামাযের পর দুয়া করেন ধারন বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা কুতুব উদ্দিন সালেহি সাহেব।পরিশেষে মরহুমকে মরহুমের পারিবারিক কবর স্তানে দাফন করা হয়।