১৫ মে শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বনামধ্যন্য দেশের খ্যাতনামা অনলাইনের সেরা দর্শক প্রিয়দের তালিকায় অনলাইন টিভি’র কার্যালয় ও স্টুডিও পরিদর্শন করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম । এসময় তার সঙ্গে ছিলেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম. আব্দুন নূর । পরিদর্শন শেষে তিনি বলেন সূচনা ডট টিভি ইতোমধ্যে দেশে বিদেশে সংবাদ প্রচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ,কুমিল্লা জেলা তথা বস্তুনিষ্ঠ সংবাদ প্রমিত শুদ্ধ উচ্চারণে সংবাদ পরিবেশনে তিনি মুগ্ধ বলে জানান । তিনি বলেন ,নিরপেক্ষতা ও দর্শকদের বিনোদনমখী সাথে সংবাদ পরিবেশন করে সকলের কাছে সূচনা টিভি ব্যাপক পরিচিত পেয়েছে । এ সময় তিনি সূচনা টিভির প্রযুক্তির প্রশংসা করেন। স্টুডিও পরিদর্শনের সময় সূচনা ডট টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ, সূচনা ডট টিভির বার্তা বিভাগের প্রধান আলমগীর হোসেন, নিউজ প্রেজেন্টার আবু তাহের নয়ন, ভিডিও এডিটর আহসান উল্লাহ শাহীন, ক্যামেরাপারর্সন রহমত উল্লাহ ও কলাকৌশলীবৃন্ধ উপস্থিত ছিলেন ।