চিকিৎসা শেষে সুস্থ হয়ে দুই মাস ১০ দিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
[caption id="attachment_1923" align="alignnone" width="300"] ছবি: সংগৃহীত[/caption]
বুধবার সন্ধ্যা ৬টায় মন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুনঃ ক্যাবল ছাড়াই দেখা যাবে টিভি, উদ্বোধন বৃহস্পতিবার
গত ৩ মার্চ ফজরের নামাজের পর শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রামে তার করোনারি ধমনীতে তিনটি ব্লক ধরা পরে।
পরে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়। গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি হয়।
শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়। ৫ এপ্রিল মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হলেও তিনি হাসপাতালের কাছে একটি বাসায় ভাড়া থেকে শারীরিক চিকিৎসার ফলোআপ করে আসছিলেন। বর্তমানে তিনি সুস্থ স্বাভাবিক আছেন।