করোনা ভাইরাসের মহামারীতে যখন জনজীবন স্তম্ভিত ঠিক তখনই জীবনের ঝুকিঁ নিয়ে নিজ নিজ এলাকায় জনকল্যাণে কাজ করে যাচ্ছেন দেশের সম্মানিত ডাক্তার,নার্স,আইন শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপশি বিভিন্ন টেলিভিশণ ও অনলাইন নিউজ ভার্সসের সংবাদকর্মীরা। তবে এরমধ্যে সুনামগঞ্জে ইতিমধ্যে ২৬ জনের অধিক লোক করোনা আক্রান্ত হয়েছেন। ফলে পুরো জেলাজুড়ে সাধারন মানুষের মধ্যে এক অজানা আতংক বিরাজ করছে। অনেক গণমাধ্যমকর্মীরা হাত পা ঘুটিয়ে নিজের নিরাপত্তার কথা ভেবে ঘরে বসে বসে কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন প্রিন্ট পত্রিকা রাজধানী শহর থেকে জেলা শহরে আসা বন্ধ থাকায় টেলিভিশন চ্যানেল ও অনলাইন পত্রিকার দিকে বর্তমানে নজর বেশী দেখের পুরো ১৬ কোটির উপরে মানুষজনের। কিন্তু সুনামগঞ্জে এই ভয়াবহ অবস্থার মাঝে ও পরিবার পরিজনকে বাসায় রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত খবরের ভেতরের নতুন খবর আবিস্কারের জন্য নিরন্তর ছুটে চলছেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস । তার নিত্যদিনের সাথী হিসেবে গ্রাম থেকে গ্রামান্তরে বিরামহীনভাবে ছুটে চলছেন তারই স্নেহভাজন ২৪ ঘন্টা টিভির প্রতিনিধি কে এম শহীদুল । তবে নিজেদের যথাসাধ্য নিরাপদে রাখার চেষ্টা করে নিরন্তর সাধারন মানুষজনের কাছে ছুটে চলে তাদের সার্বিক অবস্থা তুলে ধরে জেলাবাসীর পাশাপাশি জেলা প্রমাসন ও সরকারের নজরে আনার সেই প্রানান্তর চেষ্টায় একমাত্র নিবেদিত বর্তমান সাংবাদিক জগতের এক আলোচিত নাম কুলেন্দু শেখর দাস । তার প্রতি বর্তমান প্রেক্ষাপঠে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনসহ পুরো জেলাবাসীর যে আস্থা সৃষ্টি হয়েছে তা অবশ্যেই প্রশসংসার দাবী রাখেন। তার একমাত্র অবলম্বন সততা,পেশাগত দায়িত্ব পালণে অবিচল আস্থা নিয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া মানুষটিই হলেন কুলেন্দু শেখর দাস । উনি এই ক্রাইসেস সময়টাতে জেলার মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন তিনি তার কর্মের মাধ্যমে আজীবন সুনামগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। উনার এই সাংবাদিক জগতের কার্যক্রম সুনামগঞ্জ জেলা ডায়মন্ড লািইফ ইনসিওরেন্স কোঃসেুনামগঞ্জ শাখার নজরে পড়ায় ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোঃ লিমিঃ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তৌহিদ হোসেন বাবু সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসকে ডায়মন্ডের তরফ থেকে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করেন।