প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২০, ৭:৩৩ পি.এম
সুনামগঞ্জে এক গর্ভবতী নারী করোনা ভাইরাসে আক্রান্ত।
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও গ্রামের এক গর্ভবতী নারী করোনায় আক্রান্ত হয়েছেন। ওই নারীর স্বামী কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে নিজবাড়ি বেরীগাঁওয়ে এসেছিলেন।
সোমবার সকালে ওই গর্ভবতী নারী করোনা সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
জানাযায়, গত বুধবার ওই নারী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার রক্ত পরীক্ষা করা হলে করোনা পজেটিভ ধরা পড়ে। এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ওই নারীর সংস্পর্শে আসা এক ডাক্তার ও তিন নার্সকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে শনিবার জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের এক নারীর করোনা শনাক্ত করা হয়।
dainikajkermeghna.com