সুনামগঞ্জে ইয়াবাসহ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আমিরুল হক এনাম ও ইয়াবা ব্যবসায়ী তাজ আলীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে সুনামগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ এ দণ্ডাদেশ দেন। জানা গেছে, জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর আমিরুল হক এনাম পৌর শহরের মোহাম্মদপুরস্থ ভাড়া বাসায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তার বাসায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় এনাম ও তার সহযোগী মাদক ব্যবসায়ী তাজ আলী ইয়াবা সেবন করছিলেন।
পুলিশের সহযোগিতায় আইনজীবী এনামের বাসা অবরুদ্ধ করা হলে তাদের উপস্থিতি টের পেয়ে ইয়াবার আসর ছেড়ে এনাম ও তার সহযোগী তাজ আলী দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে ধাওয়া করে পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযানের সময় এনামের বাসা থেকে ১৯ পিস ইয়াবা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।