সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি কৃর্তীশাষন গ্রামের, গৃহীনি সেলিনা বেগমের ঘরে হাটু জলের উপরে পানি অাছে, সেলিনা বেগম জানান, সপ্তাহ খানেক অাগের বন্যায় তার ৯০০০ টাকা দামের ২টি ছাগল পানিতে ডুবে মরে যায়,ও ঘরটাও অনেক দুর্বল হয়ে পরেছে, কিন্তু তার পরও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সহায়তা পাননি, এখন অাবার বন্যা চলে অাসায় সেলিনাও তার সন্তানদের নিয়ে ওনেক বিপাকে পরেছেন, কোনো প্রতিনিধি এখনও পর্যন্ত শুকনো খাবার নিয়ে অাসেনি বলে ও জানান তিনি। সপ্তাহ খানেক ব্যাবধানে ফের বন্যা দেখা দেওয়ায়, গ্রাম এলাকার মানুষকে চরম দূর্ভোগে পড়তে হয়েছে।