২০১৮ সালে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমান বেড়েছে। একবছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমান বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৯ শতাংশ অর্থাৎ এক হাজার ২০ কোটি টাকা। এমন তথ্য প্রকাশ করেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘সুইজ ন্যাশনাল ব্যাংক’। ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০১৮’ নামের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, ২০১৮ সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমান ছিল প্রায় ৬২ কোটি সুইজ ফ্রা। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫ হাজার ৩শ’ ৫৯ কোটি টাকা।
তবে ২০১৭ সালে বাংলাদেশিদের টাকার পরিমান ছিল ৪ হাজর ১শ’ ৬০ কোটি টাকা। যদিও ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের অর্থ জমার পরিমান কমে গিয়েছিল। ২০১৩ সালে সুইজ ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমান ছিল ৩ হাজার ২শ’ ১৪ কোটি টাকা। তবে ২০১৪ সালে তা বেড়ে দাড়ায় ৪ হাজার ৪শ’ আট কোটি টাকা। বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে অর্থ পাচারের পরিমাণ বাড়লেও গত বছর ভারত ও পাকিস্তানের নাগরিকদের জমার পরিমাণ কমেছে।