ফেঞ্চুগঞ্জের কটাল পুর রত্না নদী রেল সেতুর লোহার পাতের জয়েন্ট খুলে ও শত শত নাট হাওয়া হয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ জন্য যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
সরেজমিনে কটাল পুর রত্না নদী সেতুতে গিয়ে দেখা যায়, সেতুতে থাকা ১২০/১৫০ টি কাঠের স্লিপারের অন্তত অর্ধেকের ও বেশী কাঠের স্লিপারের সাথে জয়েন্ট করা শত শত লোহার ক্লিপ নাই। এ জন্য স্লিপারের উপর উঠলে কাঠের স্লিপার দৌড়ে।
আরো দেখা যায়,সেতুর দু পাশে থাকা লোহার পাতের দুটোর-ই জয়েন্ট খুলে আলাদা হয়ে গেছে। যার জন্য সেতুটি আরো নড়বড় হয়ে গেছে।
এই বিষয়ে কথা স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিনের সাথে। তিনি বলেন আজ কয়েকদিন ধরে সেতুর লোহার পাতের জয়েন্ট খুলে গেছে। আমি ব্যক্তিগতভাবে রেল কর্তৃপক্ষককে জানিয়ে ও কোনো সমাধান হয়নি।