সিলেট দক্ষিণ সুরমা বিরাহীমপুর উপ স্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী অফিসার ডাঃ হামিদের অনিয়ম,
বিরাহীম চাকুরী করে মোগলা বাজার স্বাস্থ্য কেন্দ্রের প্রেসক্রিপশন এখনো ব্যাবহার করছেন,
সরকারি ঔষধ, রুগির কাছে বেশী দামে বিক্রি করেন,
যে ঔষধ গুলার ছবি দেওয়া আছে এই ঔষদ গুলা রুগি ৪৫০ টাকা দিয়া কিনছে স্বাস্থ্য কেন্দ্র থেকে যেখানে রুগীদের বিনামূল্যে ঔষধ দেওয়ার কথা।