রাজুল ইসলাম ঃ দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট।
সিলেটের কানাইঘাট সীমান্তে বুধবার ভোরে ভারত যাওয়ার সময় নারী-শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, ফরিদ উদ্দিন, সালেহা বেগম, মীর জায়েদ, মুজিবুল হক, জাবুল হক, আজিজুল হক, মো. ওয়ারেস, দেলোয়াজ বেগম, তাসলিমা, মোস্তাকিমা, মন্তাজ বেগম, তমাল হোসেন, মো. শাফি, সৈয়দ আলম।
কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, রোহিঙ্গারা মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে কানাইঘাটে আসে। বুধবার ভোরে দর্পণনগর-মন্তাজগঞ্জ খেয়াঘাটে ঘোরাঘুরি করার সময় টহল পুলিশ তাদের আটক করে। এ সময় রোহিঙ্গাদের বহনকারী গাড়ির চালক ও এক দালালকে আটক করা হয়েছে।