২৭ মে রোজ বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের রসূলবাগ গ্রাম মহল্লায় এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজন সাড়ে তিন বছরের ছেলে শিশু, ১০ বছরের মেয়ে ও ২৫/২৬ বছরের এক নারী। তাদের নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক বলেন ‘সকালে ঝড়ো বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি টিনের ঘরের উপর পরে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।