কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের প্রায় অনেক রাস্তায় সামান্য বৃষ্টি হলে জমছে পানি, চলাচলের ভোগান্তীতে পড়তে হচ্ছে এলাকাবাসীসহ পথচারী সকলকেই।তবে রমনা এমপি'র মোড় থেকে রমনা রেলস্টেশন যাওয়ার যে রাস্তাটি হয়েছে বৃষ্টি হলেই জীবনের ঝুকি নিয়ে চলতে হচ্ছে সবাইকে। তাদের দাবী সময় মতো রাস্তা কাজ না করায় ভোগান্তীতে পড়তে হচ্ছে। যদি শ্রির্ঘই রাস্তার কাজ করা হয় তাহলে তাদেরকে ভোগান্তীতে পড়তে হবে না এমনটায় দাবী তাদের।