সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সারাদেশে নারী নির্যাতন ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। কুড়িগ্রাম সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল খালেক ফারুক, সুব্রতা রায়, কমরেড নুর মোহাম্মদ আনছার, কমরেড দেলোয়ার হোসেন, আক্তারুজ্জমান রাজু, ফাল্গুনি তরফদার, কলি আক্তার প্রমুখ।