প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২০, ৯:০০ পি.এম
সাপাহার লোড পয়েন্ট অফিসের সদস্যর পরিবারকে মরনোত্তর এককালীন অনুদান প্রদান।
নওগাঁ জেলা ট্রাক, ট্যাংলরি,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের রেজি নং ২৬৫৮ সাপাহার লোড পয়েন্টের সদস্যর মৃত্যু পরবর্তী এককালীন অনুদান প্রদান করা হয়েছে। রোববার সকালে সাপাহার লোড পয়েন্টের কার্যালয়ে উক্ত সংগঠনের আয়োজনে সাধারন সম্পাদক শহিদুল ইসলামের নের্তৃত্বে এ অনুদান প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মীর আলম মিরু, সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সাপাহার লোড পয়েন্টের সচিব সাংবাদিক হাফিজুল হক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা, সদস্য আব্দুর রাজ্জাক ও আবুল কালাম আজাদ প্রমূখ। উল্লেখ্য যে, সাপাহার লোড পয়েন্টের সদস্য ও নতুন বাস স্ট্যান্ড মরা পুকুর গ্রামের তৈয়ব আলীর পুত্র মোস্তাফিজুর রহমান এর মৃত্যু বরণ করায় মরহুমের পিতা-মাতার হাতে সংগঠন হতে বয়স পূর্ণ না হওয়ায় আংশিক চার হাজার টাকা ও তার মিলাদ মাহফিল বাবদ ছয় হাজার টাকা সহ সর্বমোট নগদ দশ হাজার টাকা তুলে দেওয়া হয়।
dainikajkermeghna.com