প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২০, ৯:৫২ পি.এম
সাপাহারে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় আটক-১, লুটপাটের মালামাল উদ্ধার।
নওগাঁর সাপাহারে রাতের আন্ধকারে বশতবাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে সাপাহার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার আন্ধারদিঘী গ্রামে রাতের আন্ধকারে একটি বিবাদমান সম্পত্তির উপর নির্মিত বশত বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সাপাহার থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে ওইদিন রাতে পুলিশী তৎপরতায় আন্ধারদিঘী গ্রামের নুরুল হকের ছেলে শরিফুল (২৭) কে আটক করা হয়। এসময় আটক শরিফুলের দেয়া তথ্যমতে ওই গ্রামের এমদাদের বাড়ী হতে ভাংচুর ও লুটপাটের মালামাল উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ (অফিসার ইনচার্জ দায়িত্বপ্রাপ্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ মামলায় অভিযুক্ত অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে থানা পুলিশ তৎপর রয়েছে।
dainikajkermeghna.com