প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২১, ১১:১২ পি.এম
সাপাহারে শিক্ষা প্রতিষ্ঠানে স্টীল আলমারী ও মাদ্রাসায় ডিজিটাল সাউন্ড বক্স বিতরণ
শিক্ষার মান উন্নয়নের লক্ষে নওগাঁর সাপাহারে সদর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টীল আলমারী ও ৭টি হাফেজিয়া মাদ্রাসায় ডিজিটাল সাউন্ড বক্স বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সাপাহার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ৭ টি মাদ্রাসার প্রধানদের হাতে ৮ টি স্টীল আলমারী ও ৭ টি ডিজিটাল সাউন্ড বক্স হস্তান্তর করেণ সাপাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী।
ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, ইউনিয়নে শিক্ষার মান উন্নয়নের লক্ষে এল.জি.এস.পি.-৩ খাত হতে জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ টি, ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে ১ টি, মহজিদপাড়া উচ্চ বিদ্যালয়ে ১ টি, বড় মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে ১ টি, পিছলডাঙ্গা দাখিল মাদ্রাসায় ১ টি, সাহাবাজপুর আলিম মাদ্রাসায় ১ টি, ধর্মপুর দাখিল মাদ্রাসায় ১ টি ও জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ টি করে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ টি স্টীল আলমারী এবং স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% খাত হতে সৈয়দপুর হাফেজিয়া মাদ্রাসায় ১ টি, গাঁঞ্জাকুড়ি হাফেজিয়া মাদ্রাসায় ১ টি, করলডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ১ টি, আলোহা অফিসপাড়া আয়েশা সিদ্দিকা হাফেজিয়া মাদ্রাসায় ১ টি, মহজিদপাড়া হাফেজিয়া মাদ্রাসায় ১ টি, বড়মির্জাপুর মনা মিস্কিন হাফেজিয়া মাদ্রাসায় ১ টি ও পিছলী হাফেজিয়া মাদ্রাসায় ১ টি করে ৭টি হাফেজিয়া মাদ্রাসায় ৭টি ডিজিটাল সাউন্ড বক্স বিতরণ করা হয়েছে।
dainikajkermeghna.com