নওগাঁর সাপাহারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ উপলক্ষ্যে অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত। হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোহরাব হোসেন পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত )আল মাহমুদ, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান, প্রাণিসম্পদ অফিসার আশীষ কুমার দেবনাথ,তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন,গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান মুকুল, সাপাহার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী,আই হাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক হাফিজুল, সাংবাদিক সোহেল চৌধুরী রানা । এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।