নওগাঁর সাপাহারে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ রায়হান ইসলামের নের্তৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে অনাকাঙ্খিত অগ্নিকান্ডের ঘটনায় প্রাথমিক ভাবে অগ্নিনির্বাপক ব্যপস্থাপনা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক করনীয় তুলে ধরা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।