নওগাঁর সাপাহারে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সদর ইউপির উদ্যোগে ৭ টি পূজা মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সবান এবং নগদ ২ হাজার টাকা করে ইউনিয়নের ৭ টি পূজা মন্ডপের সভাপতি সাধারন সম্পাদকের মাঝে বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, অফিসার ইনচার্জ (দায়িত্ব প্রাপ্ত) আল মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, উপজেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি মনমথ সাহা উপস্থিত ছিলেন।
এসময় ইউপি সচিব মহিদুল হক, ইউপি সদস্য সদস্যারা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।