প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২১, ২:০৩ এ.এম
সাপাহারে করোনা সুরক্ষায় মাস্ক বিতরণ।
নওগাঁর সাপাহারে করোনা সুরক্ষায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও এনজিও ফোরামের উদ্যোগে সদরের জিরো পয়েন্ট এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী হিসেবে এ মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আমাদের বিভিন্ন সচেতনতা মুলক কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন করার লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মাইকিং কার্যক্রমও চলমান রেখেছি। আসুন আমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলি, সরকারি নির্দেশনা মেনে চলি, নিজে সুস্থ থাকি; অন্যকে সুস্থ থাকতে সহায়তা করি।
মাস্ক বিতরণের সময় এনজিও ফোরাম প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
dainikajkermeghna.com