নওগাঁর সাপাহারে করোনা পরিস্থিতি মোকাবেলায় মেসার্স মেহরিমা ফার্মেসী ও মেসার্স তাহমিদ ট্রেডার্স এর উদ্যোগে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার পথচারীদের মাঝে বিতরণ করা হয়েছে ।
শনিবার বিকেলে সাপাহার বাজারের মন্ডল মোড় এলাকায় মেসার্স মেহরিমা ফার্মেসী’র স্বত্বাধিকারী সোলাইমান আলী লিটন ও মেসার্স তাহমিদ ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুর রহমান কল্লোল এর ছেলে আবরারুর রহমান হৃদয়’র ব্যক্তিগত উদ্যোগে করোনার উদ্যোগতি রোধ কল্পে বাজার করতে আসা পথচারীদের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্য মধ্যে সমাজসেবক মামুনুর রশিদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক হাফিজুল হক, সাংবাদিক মমিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।