করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখার কারনে নওগাঁর সাপাহারে গ্রাম পুলিশেরা পেলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনার নগদ অর্থ।
বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এর অফিস থেকে উপজেলার ৬ টি ইউনিয়নে কর্মরত ৫২ জন গ্রাম পুলিশদের মাঝে প্রত্যেকে নগদ ১ হাজার ৩ শ’ টাকা করে মোট ৬৭ হাজার ৬ শ’ টাকা প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক হাফিজুল হক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।