হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর সাপাহার উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা নির্বার্হী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় আইন শৃংখলা,চোরাচালান,সন্ত্রাশ ও নাশকতা,ইনোভেশন,ভোক্তা অধিকার সংরক্ষন,যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ.নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, আনসার ভিডিপি অফিসার সাহারা রানু, সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক হাফিজুল হক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যান গন, বিজিবি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।