সাপাহারে উচ্চ মূল্যের ফসল চাষে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ

 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার বরেন্দ্র অঞ্চলে উচ্চ মূল্যের ফসল উৎপাদনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি’র পরামর্শে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যেগে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাপাহার গোডাউন পাড়ায় বরেন্দ্র এগ্রো পার্কে বিএমডিএ নওগাঁ রিজিয়ন-২ এর নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান, নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. মো: আকরাম হোসেন চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে কেবিডি-৫ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রোস্তম আলী, বিএমডিএ’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো: আব্দুর রশীদ, সাপাহার জোনের সহকারী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম, বিএমডিএ’র পাতকুয়া প্রকল্পের পিডি শিব্বির আহমেদসহ সাপাহারের বিভিন্ন ইউনিয়নের ৮০ জন অগ্রগামী কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বরেন্দ্র অঞ্চলে উচ্চমূল্যের ড্রাগন ফল, অ্যাভোকাডো, পার্সিমন, লংগান, রাম্বুুটান, সৌদি খেজুর, কাজুবাদাম, কফি ইত্যাদি পুষ্টিকর ফসল উৎপাদনের সম্ভাবনা ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। উচু বরেন্দ্র অঞ্চলে কেবলমাত্র আম ও পেয়ারা চাষ না করে উচ্চমূল্যের নতুন নতুন ফসল চাষাবাদে কৃষক আরও বেশি লাভবান হতে পারেবে। এক্ষেত্রে বিএমডিএ আগ্রহী কৃষকদের যথাযথ প্রশিক্ষণ, পরামর্শ ও চারার বিষয়ে সার্বিক সহযোগীতা করবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.