প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২০, ১১:০৬ পি.এম
সাপাহারে আনুষ্ঠানিকভাবে কৃষকের মাঝে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরন।
নওগাঁর সাপাহারে প্রনোদনা কর্মসূচীর আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে কৃষকের মাঝে বিনামূল্যে দীর্ঘ ও স্বপ্ল মেয়াদী শাক ও সবজির বীজ আনুষ্ঠানিকভাবে বিতরন করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ২৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন শাক ও সবজির বীজ আনুষ্ঠানিকভাবে বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মজিবুর রহমান।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুনিরুজ্জামান (টকি), পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
dainikajkermeghna.com