সাপাহরে ৫ মাদকসেবীর আটকের পর ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা

বাংলাদেশ

হাফিজুল হক , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া বিওপি ক্যাম্পের সামনে ট্রাসফোর্সের অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের জেল ও নগদ ১০০ টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। ট্রাসফোর্স অভিযানে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, পুলিশের একটি টিম ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃত মাদকসেবীরা হলেন, হাপানিয়া গ্রামের মৃত: আব্দুল কাদেরের পুত্র আব্দুর রহমান (৩৫), বেলডাঙ্গা গ্রামের নেতাবুর হোসেনের পুত্র শরিফুল ইসলাম (২২), দক্ষিন বেলডাঙ্গা গ্রামের মৃত: তরনী পালের পুত্র রনজিত পাল (৩০), মৃত: আব্দুল খালেকের পুত্র লালচাঁন (২২), কৃষ্ণপুর গ্রামের মোখলেছুর রহমানের পুত্র জিয়াউর রহমান (২৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.