কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের দীর্ঘদিনের কাঙ্খিত স্কুলের বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই, ২০২০) কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি- মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার বিশেষ তহবিলের বরাদ্দে এ নির্মাণ কাজ শুরু হয়।
বিদ্যালয়ের সভাপতির পক্ষে নির্মাণ কাজের উদ্বোধন করেন স্কুলের কো-অপ্ট সদস্য মো. নোমান সরকার, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, মো. ওয়াদুদ সরকার, মো. আবুল কাশেম এবং মো. ওমর ফারুক। এ সময় স্কুলের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. সেলিম মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের ১০ লাখ টাকা ব্যয়ে ১০০ মিটার দেয়াল নির্মাণ করা হচ্ছে। কুমিল্লার নির্মাণকারী প্রতিষ্ঠান ইয়াসিন এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করছে।
স্কুলের ম্যানেজিং কমিটি সূত্র জানায়, বিদ্যালয়ের সভাপতি নির্দেশে এবং সার্বিক সহযোগিতায় স্কুলের পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বহুল কাঙ্ক্ষিত এই নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা হচ্ছে।
সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার উদ্যোগে আগামীতে স্কুলের অবকাঠামোগত ও উন্নয়নমূলক আরো কাজ করা হবে বলে জানানো হয়।