শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ কাইসার হামিদের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন ইয়াসীন চতুর্থ শ্রেণীর ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ১৩ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ৪র্থ শ্রেণির ক্লাস ক্যাপ্টেন নির্বাচন শেষে ক্লাস ক্যাপ্টেন হিসেবে সাংবাদিক লায়ন মুহাম্মদ কাইসার হামিদের বড় ছেলে মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মামুন ইয়াসীনের নাম ঘোষনা করেন ক্লাস শিক্ষক তাহমিনা আক্তার। নির্বাচনে আব্দুল্লাহ আল মামুন সহ ওই ক্লাসের ছাত্র লাজিম আহমেদ ও জিতু হায়দার অংশগ্রহণ করে।
ইয়াসীন এবার তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় স্থান অধিকার করে চতুর্থ শ্রেণীতে উর্তীর্ণ হয়েছে।