করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঘরে থাকা বালাগঞ্জের কর্মহীন, অসহায় শ্রমজীবী ও দুস্থ ১শ’টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক’র অর্থায়নে এসব পরিবারকে গত বুধবার (০৮ এপ্রিল) খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ওইদিন সকালে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলা সদরস্থ এমএ খান অডিটুরিয়াম প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, উপজেলা যুবলীগ নেতা আজিজুল বাসির, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের কর্মকর্তা আব্দুল আহাদ প্রমুখ।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট অন লাইন প্রেসক্লাবের সহ সাধারণ সাইফুর রহমান তালুকদার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সহ সাধারণ সম্পাদক এমএ কাদির, অর্থ সম্পাদক এসএম হেলাল, সদস্য আবুল কাসেম অফিক, তারেক আহমদ, লিটন দাস লিকন, এসএ রায়হান, সাংবাদিক জাহেদ আহমদ, জাগির হোসেন, গিলমান তালুকদার প্রমুখ।