পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেশ ছাড়ার কথা রয়েছে মুমিনুল-তামিমদের।
গত মাসে লাহোরে তিনটি টি-২০ খেলে এসেছে বাংলাদেশ দল। তিন দফার পাকিস্তান সফরের এবার দ্বিতীয়বারের মতো শুধু একটি টেস্ট খেলতে রাওয়ালপিন্ডি যাবে টাইগাররা।
গতবার বিসিবি বিশেষ বিমানের ব্যবস্থা করলেও এবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে পাকিস্তান যাবে সৌম্য-লিটনরা। বুধবার সকালে ইসলামাবাদে পৌঁছে সেখান থেকে বাসে করে রাওয়ালপিন্ডি যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। প্রথম টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশের পুঁজি মাত্র একটি অনুশীলন সেশন। পর্যাপ্ত অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না থাকায় কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। যদিও দলের ওপর আস্থা রাখছেন অধিনায়ক মুমিনুল হক।