কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব ইসমত জাহান স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
আজ থেকেই এ নির্দেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে নির্দেশে। এটি বাস্তবায়নে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ওই নির্দেশনা পাঠানো হয়েছে।