২ এপ্রিল ২০২০, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সমাজ সেবক চন্দন সাহার পুত্র শ্রেষ্ঠ সাহা'র জন্ম দিন না করে, সেই টাকা দিয়ে তার গ্রামের করোনায় কর্মহীন অসহায় ২৫ জন পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার হিসাবে বিতরণ করেন।
চন্দন সাহা বলেন, আমার পুত্র শ্রেষ্ঠ সাহা''র ২য় জন্মদিন, প্রথম বার্ষিকীতে অনেক ধুমধাম করে জন্মদিন উদযাপন করি। এবার করোনার কারণে ছেলের জন্ম দিন না করে ছেলের জন্মদিনের খরচের টাকা দিয়ে করোনায় কর্মহীন অসহায় ২৫ জন পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে সবার বাড়িতে গিয়ে দিয়ে আসি। আমি চাই কোনো প্রকার অনুষ্ঠান না করে এলাকার গরীব অসহায় কর্মহীন পরিবারকে সহযোগিতা করা।