সংযোগ সেতু- রাস্তা সংস্কারের দাবীতে গজারিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মানববন্ধন

বাংলাদেশ

 

আখিঁ আক্তার, গজারিয়া, মেঘনা প্রতিনির-আজ মুন্সীগঞ্জের গজারিয়া প্রেসক্লাবের উদ্যোগে সদর উপজেলার সাথে সংযোগ সেতু, ফুলদী নদীতে ব্রিজ এবং মহাসড়কে ফুট ওভারব্রিজ নির্মান ও ভবেরচর -রসুলপুর হয়ে গজারিয়া ফেরিঘাট পর্যন্ত সড়কটি নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি গজারিয়া প্রেসক্লাবের সামনে ভবেরচর-রসূলপুর সড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশনেয় গজারিয়া প্রেস ক্লাবের সকল সদস্য,জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) মুন্সীগঞ্জ জেলা, গজারিয়া পরিবেশ আন্দোলন, মুন্সীগঞ্জ উইমেন জার্নালিষ্ট এসোসিয়েশন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা শ্রেনী পেশার ৫শতাধিক মানুষ।
মানববন্ধনকারীরা বলেন, দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের ২১ জেলার মানুষের সহজ যাতায়াতের জন্য গজারিয়ার সঙ্গে মুন্সীগঞ্জ সদরের সংযোগ সেতুসহ সড়কের উন্নয়ন চাই। ফুলদী নদীতে একটি ব্রিজের অভাবে দীর্ঘদিন যাবৎ দূর্ভোগ পোহাতে হচ্ছে এসড়কের যাতায়তকারীদের। গজারিয়া এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ না থাকায় প্রায় সময় সড়ক দূর্ঘটনা ঘটে যা কারোই কাম্য নয়। অপরদিকে ভবেরচর থেকে রসুলপুর হয়ে গজারিয়া ফেরিঘাট পর্যন্ত সড়কের নির্মাণ কাজ ধীর গতি থাকায় এলাকাবাসী চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে প্রতিনিয়ত।


গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমা আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি শাহজাহান খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন গজারিয়া শাখার সভাপতি এস এম নাসির উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম, শেখ শাহাবউদ্দিন, মোঃ মকবুল হোসেন, ইসরাফিল, রিপন মোল্লা, আখি আক্তার প্রমুখ।
মানবন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম দাবীগুলো দ্ররত বাস্তবায়নের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.