শ্রীমঙ্গল সংবাদদাতা: শ্রীমঙ্গলে বালু ভর্তি দ্রুতগামী ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের সিক্কা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিক্কা গ্রামের আব্দুলহক এর ছেলে মোঃ আলমগীর (১২)। সে হুগলিয়া হাই স্কুলের ৭ম শ্রেনির ছাত্র।
এঘটনার প্রতিবাদে ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়ে শনিবার বিকেলে স্থানীয় এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা সাতগাঁও বাজারে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
জানা যায়, নিহত আলমগীর রাস্তা দিয়ে বাই সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলো হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়া মাত্রই সেখানে ফোর্স পাঠিয়েছি। ট্রাক আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়েছে, তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি।