বার্মিংহামে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৩৮৫ রান প্রয়োজন ইংলিশদের। আর অজিদের দরকার ১০ উইকেট। স্মিথের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রানে থামে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো ছিলোনা সফরকারীদের। আবারো ব্যর্থ হন ব্যানক্রফট এবং ওয়ার্নার। পরে ওসমান খাজাকে নিয়ে দলের হাল ধরেন স্মিথ। মাঠের চারদিকে বাউন্ডারির ফুলঝুরি ছোটান দুজন। খাজা আউট হলে, স্মিথের সঙ্গী হন ট্রেভিস হেড। তবে ফিফটি করে ফিরে যান তিনিও। এরপরই শুরু হয় অজিদের প্রতিরোধ। স্মিথ-ওয়েডের সেঞ্চুরিতে বার্মিংহাম টেস্টে চালকের আসনে বসে যায় অস্ট্রেলিয়া। আর শেষ দিকে পেইন-প্যাটিনসনদের দৃঢ়তায় ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে অজি বাহিনী।
জবাব দিতে নেমে দিনের শেষভাগটা নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছেন দুই ইংলিশ ওপেনার। শেষ দিনে জয়ের জন্য এখন থ্রি লায়নদের ৩৮৫ রান করতে হবে।